Physical Science
1. পুরো বাক্যে উত্তর লিখবে |
(i) সুচিছিদ্র ক্যামেরার সাহায্যে দেখা যায় (a) ছায়া, (b) প্রতিকৃতি, (c) প্রতিবিম্ব, (d) উপচ্ছায়া।
(ii) বস্তুকে আলোক উৎসের কাছে নিয়ে গেলে, ছায়ার আকার – (a) বড়ো হবে, (b) ছোটো হবে, (c) একই থাকবে, (d) কিছুই হবে না।
(iii) পরিবেশবান্ধব শক্তি নয়- (a) বায়ুশক্তি, (b) জীবাশ্ম, (c) সৌরশক্তি, (d) জোয়ার ভাটার শক্তি।
(iv) আকাশে রামধনু আসলে সূর্যের সাদা আলোর – (a) প্রতিফলন, (b) বিচ্ছুরণ, (c) প্রতিসরণ, (d) প্রতিবিম্ব গঠনের প্রাকৃতিক ঘটনা।
(v) পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায় – (a) কলকাতায়, (b) দিঘায়, (c) বকখালিতে, (d) জলপাইগুড়িতে।
2. শূন্যস্থান পূরণ করো :
(i) ইলেকট্রিক কলিং বেলে _ __তড়িৎ ____________চুম্বক ব্যবহার হয়।
(ii) সিনেমার পর্দায় আলোর __বিক্ষিপ্ত _প্রতিফলন দেখা যায়।
(iii) দুটি সমমেরু (চুম্বক) পরস্পরকে____বিকর্ষণ_____করে।
(iv) পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎস_____সূর্য_____.
(v) ফিউজ তার খুব__কম___উষ্ণতায় গলে যায়।
3. নীচের প্রশ্নগুলির উত্তর অতি সংক্ষেপে লেখো (যে-কোনো পাঁচটি)
(i) একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 0.5 মিটার হলে, চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য কত?
উঃ চৌম্বক দৈর্ঘ্য = চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ✕ 0.86 চৌম্বক দৈর্ঘ্য = 0.5 × 0.86 মি = 0.43 মি।
(ii) দুটি সেলের ব্যাটারিকে প্রতীকের সাহায্যে দেখাও ?
উঃ

(iv) আয়নার সামনে দাঁড়ালে কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়?
উঃ আয়নার সামনে দাঁড়ালে, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব সাধারণত অসদ, সোজা এবং বস্তুর আকারের সমান হয় অর্থাৎ সমশীর্ষ।
(v) প্রাইমারি সেলে কোন্ শক্তি, কোন্ শক্তিতে রূপান্তরিত হয়?
উঃ প্রাইমারি সেলে (primary cell) রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়।
(vii) চৌম্বক ক্ষেত্র কাকে বলে?
উঃ একটি চুম্বকের চারপাশে যে অঞ্চলে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম কাজ করে সেই অঞ্চলটিকে চৌম্বক ক্ষেত্র বলা হয়।
4. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :
(i) নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখো।
উঃ
নিয়মিত প্রতিফলন | বিক্ষিপ্ত প্রতিফলন |
নিয়মিত প্রতিফলন মসৃণ (যেমন আয়না) প্রতিফলকে ঘটে। | বিক্ষিপ্ত প্রতিফলন অমসৃণ (যেমন কাগজ, কাঠ) প্রতিফলকে ঘটে। |
নিয়মিত প্রতিফলনে আলোকরশ্মি একটি নির্দিষ্ট দিকে প্রতিফলিত হয়। | বিক্ষিপ্ত প্রতিফলনে আলোকরশ্মি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। |
নিয়মিত প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। | বিক্ষিপ্ত প্রতিফলনে সাধারণত প্রতিবিম্ব গঠিত হয় না। |
নিয়মিত প্রতিফলনে আপতিত আলোকরশ্মিগুলো প্রতিফলনের পরেও সমান্তরাল থাকে। | বিক্ষিপ্ত প্রতিফলনে আপতিত আলোকরশ্মিগুলো প্রতিফলনের পর সমান্তরাল থাকে না। |
(ii) চুম্বকত্বকে পদার্থের ভৌতধর্ম বলা হয় কেন ?
উঃ চুম্বকত্ব পদার্থের একটি ভৌত ধর্ম, যা পদার্থের অণুর গঠন বা রাসায়নিক পরিবর্তন না করে পর্যবেক্ষণ করা যায়।তাই চুম্বকত্বকে পদার্থের ভৌতধর্ম বলা হয়।
(iii) বর্ণালি কাকে বলে ?
উঃ আলোকরশ্মি যখন প্রিজম বা অন্য কোনো প্রতিসারক মাধ্যমে যায়, তখন এটি বিভিন্ন রঙে বিভক্ত হয়ে যায়, যাকে আমরা বর্ণালী বলি।
(iv) নির্জল কৌশ কী ?
উঃ যে-সমস্ত তড়িৎকোশে রাসায়নিক শক্তি থেকে তড়িৎশক্তি পাওয়ার জন্য কোনোরকম তরল পদার্থ ব্যবহৃত হয় না, তাদের ড্রাইসেল বা নির্জল কোশ বলে।
5. নীচের প্রশ্নগুলির তিন-চারটি বাক্যে উত্তর দাও :
(i) অণুচুম্বক কী? চৌম্বক আবেশ কাকে বলে? অথবা, জৈবশক্তি কাকে বলে? পরিবেশবান্ধব শক্তির প্রয়োজনীয়তা লেখো।
উঃ >> অণুচুম্বক হল একটি পদার্থের ক্ষুদ্রতম একক। প্রতিটি পদার্থের অণু বা পরমাণু আসলে এক একটি ক্ষুদ্র চুম্বক, যাদেরকে অণুচুম্বক বলা হয়।
>> কোন চৌম্বক পদার্থকে কোন শক্তিশালী চুম্বকের নিকটে আনলে ঐ চুম্বক পদার্থটি সাময়িক ভাবে চুম্বকে পরিনত হয় বা অন্য কোন চৌম্বক পদার্থকে আকর্ষন করে। এ ঘটনাকে চৌম্বক আবেশ বলে।
অথবা,
>> জৈবশক্তি হল এক ধরনের শক্তি যা মৃত জীব, যেমন উদ্ভিদ, প্রাণী এবং তাদের বর্জ্য থেকে আসে। একে বায়োমাসও বলা হয়।
>> পরিবেশবান্ধব শক্তি (Eco-friendly energy) ব্যবহারের প্রয়োজনীয়তা অপরিসীম। জীবাশ্ম জ্বালানীর উপর নির্ভরশীলতা কমাতে, পরিবেশ দূষণ কমাতে এবং টেকসই উন্নয়নের জন্য পরিবেশবান্ধব শক্তির ব্যবহার অপরিহার্য।
(ii) লঘু থেকে ঘন মাধ্যমে এবং ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোকরশ্মির প্রতিসরণের ঘটনা চিত্রের মাধ্যমে দেখাও।
অথবা, একটা বদ্ধ বর্তনীর রেখাচিত্র অঙ্কন করো যেখানে আছে একটি ব্যাটারি, একটি বৈদ্যুতিক বাতি, একটি সুইচ এবং তার।
উঃ

অথবা,
(iii) ফিউজ তার কী ? বর্তনীতে এটি কেন ব্যবহার করা হয় ? অথবা, LED কী ? LED ব্যবহারের সুবিধাগুলি লেখো।
উঃ >> ফিউজ তার সংকর ধাতু দিয়ে তৈরি একটি সরু তার।যা সাধারণত টিন এবং সীসার সংকর ধাতু দিয়ে তৈরি হয়।
>> ফিউজ তার বৈদ্যুতিক বর্তনীতে অতিরিক্ত কারেন্ট (বিদ্যুৎ প্রবাহ) প্রবাহিত হওয়া থেকে রক্ষা করে। যখন বর্তনীতে স্বাভাবিকের চেয়ে বেশি কারেন্ট প্রবাহিত হয়, তখন ফিউজ তারটি গলে গিয়ে বর্তনীকে বিচ্ছিন্ন করে দেয়, ফলে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও তারের ক্ষতি হওয়া থেকে রক্ষা পায় ।
Life Science
1. নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও : (যে-কোনো পাঁচটি)
(i) পত্রফলকের একটি কাজ লেখো।
উঃ পত্রফলকের প্রধান কাজ হল সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করা।
(ii) ‘জেকবসনস অরগ্যান’ কোন প্রাণীর বিশেষ অঙ্গ এবং কেন?
উঃ ‘জেকবসনস অরগ্যান’ সরীসৃপ (সাপ) প্রাণীর বিশেষ অঙ্গ । সাপ এই অঙ্গের মাধ্যমে শিকার, সঙ্গীর সন্ধান বা পরিবেশের অন্যান্য গুরুত্বপূর্ণ সংকেত উপলব্ধি করতে পারে।
(iii) গাছের গুঁড়ি থেকে পরিবেশ দূষিত হয় কিনা কীভাবে বুঝবে ?
উঃ গাছের গুঁড়িতে সবুজ বা বাদামী রঙের লাইকেন দেখা যায়। বাতাস পরিষ্কার থাকলে লাইকেন গাঢ় সবুজ রঙের হয়, আর দূষিত হলে লাইকেন ফ্যাকাশে বা বাদামী রঙের হয়ে যায়। পচা কাঠের তীব্র গন্ধ থেকেও পরিবেশ দূষিত হয়।
(iv) ORS-এর সম্পূর্ণ নাম কী ?
উঃ ORS এর সম্পূর্ণ নাম হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন (Oral Rehydration Solution)
(v) পাখির দ্বারা পরাগমিলন হয়, এমন দুটি উদ্ভিদের উদাহরণ দাও?
উঃ দুটি পাখি-পরাগায়িত উদ্ভিদের উদাহরণ হল শিমুল এবং পলাশ
(vi) অস্থানিক মূল কাকে বলে? উদাহরণ দাও ।
উঃ উদ্ভিদের প্রধান মূল থেকে উৎপন্ন না হয়ে, কান্ড, পাতা বা অন্য কোনো অঙ্গ থেকে উৎপন্ন হয়,তাকে অস্থানিক মূল বলে।
2. শূন্যস্থান পূরণ করো (যে-কোনো চারটি)
(i) মূলের ডগার টুপির মতো অংশটি হল__মূলত্র ____.
(ii) ফুলের__ডিম্বাশয় __অংশ ফলে এবং___ডিম্বক ____অংশ বীজে পরিণত হয়।
(iii) বদ্ধ নর্দমা বা সেপটিক ট্যাংকে যে বিষাক্ত গ্যাস জমে থাকে, তা হল___হাইড্রোজেন সালফাইড___|
(iv) একটি গুচ্ছিত ফলের উদাহরণ হল ___আতা___|
(v) মানুষের জন্য উপকারী এমন একটি পোকার নাম হল _____রেশমকীট____|
(vi) পতঙ্গের দেহস্থিত নাইট্রোজেনঘটিত উপাদান সংগ্রহ করে ____কলসপত্রী___ পাতা।
3. নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও (যে-কোনো দুটি)
(i) একটি আদর্শ মূলের কয়টি অংশ ও কী কী?
উঃ- একটি আদর্শ মূলের সাধারণত তিনটি অংশ থাকে, যথাঃ মুলত্র (Root Cap), মূলরোম অঞ্চল এবং মূলের বর্ধনশীল অঞ্চল।
1.মূলত্র (Root Cap): মূলের অগ্রভাগে অবস্থিত এই অংশটি মূলকে মাটি ভেদ করে যেতে সাহায্য করে এবং আঘাত থেকে রক্ষা করে।
2.মূলরোম অঞ্চল (Root Hair Zone): এই অংশে ছোট ছোট মূলরোম থাকে যা মাটি থেকে জল এবং খনিজ পদার্থ শোষণে সাহায্য করে।
3.মূলের বর্ধিতাংশ (Growth Zone): মূলের এই অংশটি লম্বা হয় এবং কোষ বিভাজনের মাধ্যমে মূলের বৃদ্ধি ঘটায়।
এগুলো ছাড়াও, মূলের আরও কিছু অংশ থাকে যেমন- মূলের মূল কান্ড এবং পার্শ্বীয় মূল যা মূলের গঠন ও কার্যকারিতায় ভূমিকা রাখে।
(ii) ফেরোমোন কী? এঁচোড়-কে কেন যৌগিক ফল বলে?
উঃ
- ফেরোমোন হল এক প্রকার রাসায়নিক পদার্থ যা কোনো প্রাণী তার শরীর থেকে নিঃসরণ করে এবং যা একই প্রজাতির অন্যান্য প্রাণীর উপর প্রভাব ফেলে ও আচরণ বা শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটাতে পারে। উদাহরণস্বরূপ, কিছু পোকামাকড় তাদের সঙ্গীকে আকৃষ্ট করার জন্য ফেরোমন ব্যবহার করে। বিভিন্ন ধরণের ফেরোমন রয়েছে, যেমন – অ্যালার্ম ফেরোমন, ফুড ট্রেইল ফেরোমন, সেক্স ফেরোমন ইত্যাদি।
- এঁচোড় একটি যৌগিক ফল। অনেকগুলো ছোট ছোট ফলের সমন্বয়ে গঠিত এবং প্রতিটি ফুলের ডিম্বাশয় থেকে একটি করে ফল তৈরি হয় এবং এই ফলগুলো একসাথে যুক্ত হয়ে একটি বড় ফল হিসেবে দেখা যায়। তাই এঁচোড়কে যৌগিক ফল বলা হয়।
(iii) একটি আদর্শ ফুলের পুংকেশর এবং গর্ভকেশর-এর বিভিন্ন অংশগুলির নাম লেখো।
উঃ

4. পার্থক্য লেখো : (যে-কোনো দুটি)
(i) মৃদভেদী অঙ্কুরোদ্গম এবং মৃর্তী অঙ্কুরোদ্গম।
(ii) স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ।
(iii) ব্যাপন এবং অভিস্রবণ।
(iv) একক পত্র এবং যৌগিক পত্র।
5. নিম্নলিখিত যে-কোনো একটি প্রশ্নের যথাযথ উত্তর দাও :
(i) একটি চিহ্নিত চিত্র অঙ্কন করে আমের গঠনের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো।
উঃ

(ii) একটি আদর্শ পাতার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো।
উঃ
